Admission Procedure
2025 Admission going on

= নিয়মাবলী =


-
প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে টিউশান ফী জমা দেওয়া বাধ্যতামূলক।
-
বিদ্যালয় নির্ধারিত ড্রেস,জুতো,মজা,প্রতিদিন পরে আসা বাধ্যতামূলক।
-
বিদ্যালয় নির্ধারিত পরিচয় পত্র প্রতিদিন নিয়ে আসা বাধ্যতামূলক।
-
ছাত্র-ছাত্রীদের স্বার্থে অভিভাবকগণকে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের ডায়েরি দেখতে হবে।ডায়েরির মাধ্যমে অভিভাবক কে ডেকে পাঠালে অভিভাবককে বিদ্যালয় প্রধানের সঙ্গে দেখা করতে হবে।
-
শিক্ষা বা অন্যান্য বিষয়ে কোনো অভিযোগ বা কথা বলার থাকলে আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে বা সরাসরি বিদ্যালয় প্রধানকে জানাতে পারেন।
-
ক্লাস চলাকালীন অভিভাবক/অভিভাবিকা ক্লাস রুমের কাছে যেতে পারবেন না।
-
পঠন পাঠনের সময় সকাল ৬.৩০ থেকে সকাল ৯.৩০ মিনিট, তার মাঝে ১৫ মিনিটের টিফিন ব্রেক থাকবে। সকল ছাত্র ছাত্রী ৬.৩০ টার পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক এবং ৯.৩০ টায় বিদ্যালয় ছুটি হওয়ার পর অভিভাবক/অভিভাবিকা নির্ধারিত ব্যক্তির হাতে ছাত্রছাত্রীকে তুলে দেওয়া হবে।(ঋতুভিত্তিক সময় পরিবর্তন হতে পারে)
-
বিদ্যালয়ে পঠন-পাঠন সোমবার থেকে শুক্রবার হবে ও শনিবার যোগ, অঙ্কন , নৃত্য ইত্যাদি হবে। রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বিদ্যালয় ছুটি থাকবে।
-
পঠন-পাঠন সংক্রান্ত রুটিন ও মূল্যায়ণের সময়কাল পরবর্তী ক্ষেত্রে জানানো হবে।
-
শিশুর যাতায়াতের জন্য গাড়ির সুবিধা নিতে চাইলে অভিভাবক/অভিভাবিকাকে বিদ্যালয় কতৃপক্ষেৱ সঙ্গে আলাদা ভাবে আলোচনা করে নিতে হবে।
-
সকল ছাত্র ছাত্রী বিদ্যালয় প্রার্থনায় উপস্থিত হওয়া বাধ্যতামলূক।
-
কোনো কারনবশতঃ কোনো ছাত্র ছাত্রী বিদ্যালয়ে থাকাকালিন অসুস্থ হয়ে পড়লে, প্রাথমিক চিকিৎসার যথাযথ ব্যবস্থা বিদ্যালয় কতৃপক্ষ করবে এবং অভিভাবক/অভিভাবিকা কে ফোন করলে ৩০ মিনিটের মধ্যে এসে অসুস্থ ছাত্র ছাত্রীর দায়িত্ব তুলে নিতে হবে।
-
খুব প্রয়োজন ছাড়া ছাত্র ছাত্রীর ক্লাস বন্ধ করা যাবে না। কোনো কারনবশতঃ ছাত্র ছাত্রী ক্লাস বন্ধ করলে ক্লাস বন্ধের কারণ লিখিত ভাবে বিদ্যালয় প্রধানকে জানাতে হবে।
-
বিদ্যালয় নির্ধারিত অন্যান্য ফী অভিভাবক/অভিভাবিকাকে সঠিক সময়ের মধ্যে প্রদান করতে হবে।
-
কোনো শিক্ষাবর্ষের মাঝখানে ট্রান্সফার নিলে ঐ শিক্ষাবর্ষের সম্পূর্ণ বেতন প্রদান করতে হবে এবং এক মাস আগে বিদ্যালয় প্রধানকে দরখাস্ত করতে হবে।
-
বিদ্যালয় ডায়েরি,ব্যাজ ও পরিচয় পত্র বিদ্যালয় থেকে এক বারের বেশি দেওয়া হবে না। হারিয়ে ফেললে কিনে নিতে হবে।
-
বিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য নিয়ম সকলকে মেনে চলতে হবে।
-
এই নিয়মাবলীর কোনো ধারা প্রয়োজনে পরিবর্তন হতে পারে।
-
নার্সারি বিভাগের শিশুদের পড়াশোনার সকল দায়ভার বিদ্যালয়ের।
