

এতদ অঞ্চলের ছোট ছোট শিশুর শিক্ষার অগ্রগতির স্বার্থে -"স্বামী কেশবানন্দ মেমোরিয়াল একাডেমি"এক উন্নত শিক্ষাব্যাবস্থার ভাবনাচিন্তা নিয়েছে।এ জন্য নার্সারী থেকে চতুর্থ শ্ৰেণী পর্যন্ত একটি কো-এডুকেশনাল প্রাইমারী বিদ্যালয় ছাতিনাশোলে শুরু হয়েছে ।
প্রিয় অভিভাবক,শিক্ষানুরাগীদের প্রতি আমাদের বিশেষ আবেদন- আসুন,সবাই মিলে বিদ্যালয়টির মাধ্যমে বর্তমান শিক্ষাব্যাবস্থা ও সমাজের সাথে তাল মিলিয়ে আমাদের শিশুটিকে গড়ে তুলি।

*****প্রার্থনা ******
জাতীয় সংগীত (ভারত)
ও
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে॥
তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর মোহ-কালিমা ঘুচায়ে।
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্ অকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর মত্ত-বাসনা ঘুচায়ে!
আছ, অনল-অনিলে, চিরনভোনীলে, ভূধরসলিলে, গহনে;
আছ, বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে।
আমি, নয়নে বসন বাঁধিয়া, ব’সে, আঁধারে মরিগো কাঁদিয়া;
আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে॥

বিদ্যালয়ের পোশাক
%20-%20Copy%20-%20Copy%20-%20Copy%20-%20Copy.jpg)